কবিতা

আমার সূচনা

নষ্ট করেছি অনেক সময়

পেয়ে বসেছিল নানান ভয়

সব স্বপ্নছিল আঁকা, হিসেবে

কিন্তু কাটিয়ে দিলাম দিন শুধুই ভেবে |

 

তবে আর নয়, কহিলাম চিত্তকে

এবার খুঁজে পেয়েছি নিজেকে,

তাই যতই আসুক বঞ্চনা

করবো এক নতুন সূচনা !

দাগ রেখে যেও

এপারেতে এসেছি কিছু সময় হলো 

ওপারেতে কি আছে? জানলে তা বলো

সময় ফুরালে ছাড়বে তরী এই তীরের 

মোরা অতীথ কয়েকদিনের  |

 

ওপারেতে যাচ্ছি এবার দেখবো কি আছে

এপারেতে ছিলাম হয়ে ব্যাঙ কুয়োর মাঝে

সময় ফুরালে তুমিও এসো

তার আগে, হে বন্ধু দাগ রেখে যেও।

এযাত্রা

আমায় এখানেই নামতে হবে

তুমি যাবে দূরে

পথ এখন ভিন্ন হবে

সময় পেলে দেখও ফিরে |

 

স্বপ্ন গুলো আবার  মোড় নেবে ডানা মেলে

হারিয়ে যেও না এই ভিড়ে,

তবুও এযাত্রা যাবো নাকো ভুলে 

থাকবো মেতে তোমারই সুরে |

 

কাছে

যখন তুমি এলে কাছে 

ভাবিলাম,  আর কি কোনো দুঃখ আছে?

 

এখন তুমি আসো না আর কাছে ,

তাই কবিতায় আমার বিচ্ছেদের সুর বাজে |

 

যখন তুমি আবার আসবে কাছে ,

রাখবো তোমায়  হৃদয় মাঝে |

আমার আমিতে নই আমি একা

প্রথমে আমার আমি কে করিতাম না পছন্দ,
তাই দিলাম এক নতুন আমি র জন্ম
বাদ দিয়ে সকল মন্দ |

 

নতুন আমিই হাতে তুলে নিল শাসনভার,
আর করলো মোরে ধন্য বার বার |
ভাবিলাম, পুরোনো আমি হয়তো গেছে মরে,
কারণ আর দরকার নাই তারে |

 

বুঝিলাম, আমার আমিতে নই আমি একা,
পুরোনো আমি রয়েছে সুপ্ত, মাঝে মাঝে দেয় দেখা |
পুরোনো আমি , নতুন আমি দুই রয়েছে মিলে, যেন সমান্তরাল রেখা ।

হাঁটা

কি করিলাম ভবে এসে?
কবে দিবো হাঁটা?
ভয় কি পেতেই হবে?
থামবে না এই ঘড়ির কাঁটা?

 

ওরে, এবার শুরু করেছি হাঁটা
হামাগুড়ি ছেড়ে ।
অনেকটা পথ চলতে হবে
দেখি কে আটকায় মোরে !

Join Our Journey

Stay Connected with Ink & Soul

Your feedback matters for us

Contact Infos